মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু

আজ শুক্রবার ভোররাতে মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন(৯৯)। এর আগে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে টুইট করে লিখেন, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিচ্ছে… মা’ প্রধানমন্ত্রী মোদি তার নিজ রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় তার বাড়িতে গিয়েছিলেন। সর্বশেষ ডিসেম্বরের শুরুতে তাঁর মাকে জনসমক্ষে দেখা গিয়েছিল। মা হীরাবেন নরেন্দ্র মোদির ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকতেন দিল্লিতেই। ১৯২৩ সালে গুজরাটের মেহসানা জেলার ভিসনগরে জন্মগ্রহণ করেন হীরাবেন। খুব অল্প বয়সে দামোদরদাস মুলচাঁদ মোদির সঙ্গে হীরাবেনের বিয়ে হয়।বিয়ের পরে তার মা বসবাস করতে চলে যান ভাদনগর শহরে। সেখানে খুব কষ্টেই জীবনযাপন করতেন। নরেন্দ্র মোদি তার ব্লগে লিখেছেন, ‘ভাদনগরে আমাদের পরিবার একটি ছোট বাড়িতে থাকত যেখানে একটি জানালাও ছিল না। আর টয়লেট বা বাথরুমের মতো বিলাসিতা ছেড়েই দিন। ’ মোদি তার মাকে নিয়ে আরো লিখেছেন, ‘কাজ করার সময়, তিনি তার প্রিয় ভজন এবং স্তুতিগান গাইতেন। ’খুব পরিশ্রমী ছিলেন বলেও উল্লেখ করেন। নরেন্দ্র মোদি লিখেছেন, তিনি তার সাথে শুধুমাত্র দুইটি অনুষ্ঠানে গিয়েছিলেন। দ্বিতীয়টি ছিল ২০০১ সালে, যখন তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর তিনি কখনও আমার সাথে আর কোনও সরকারি অনুষ্ঠানে যাননি। ভারতীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ উপলক্ষ এবং উৎসবগুলোতে আশীর্বাদ পেতে মায়ের কাছে ছুটে যেতেন। গত ১৮ জুন হীরাবেন মোদীর বয়স ৯৯ বছর হওয়ার পর মোদি লিখেছিলেন, তার জীবন এবং আত্মত্যাগ তার মন, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসকে ‘গড়ে’ দিয়েছিল। মোদী আরো লিখেছিলেন, “আমার মা যতটা সহজ, ততটাই অসাধারণ। ঠিক সব মায়ের মতোই। ” সূত্র: কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু

প্রকাশিত সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

আজ শুক্রবার ভোররাতে মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন(৯৯)। এর আগে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে টুইট করে লিখেন, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিচ্ছে… মা’ প্রধানমন্ত্রী মোদি তার নিজ রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় তার বাড়িতে গিয়েছিলেন। সর্বশেষ ডিসেম্বরের শুরুতে তাঁর মাকে জনসমক্ষে দেখা গিয়েছিল। মা হীরাবেন নরেন্দ্র মোদির ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকতেন দিল্লিতেই। ১৯২৩ সালে গুজরাটের মেহসানা জেলার ভিসনগরে জন্মগ্রহণ করেন হীরাবেন। খুব অল্প বয়সে দামোদরদাস মুলচাঁদ মোদির সঙ্গে হীরাবেনের বিয়ে হয়।বিয়ের পরে তার মা বসবাস করতে চলে যান ভাদনগর শহরে। সেখানে খুব কষ্টেই জীবনযাপন করতেন। নরেন্দ্র মোদি তার ব্লগে লিখেছেন, ‘ভাদনগরে আমাদের পরিবার একটি ছোট বাড়িতে থাকত যেখানে একটি জানালাও ছিল না। আর টয়লেট বা বাথরুমের মতো বিলাসিতা ছেড়েই দিন। ’ মোদি তার মাকে নিয়ে আরো লিখেছেন, ‘কাজ করার সময়, তিনি তার প্রিয় ভজন এবং স্তুতিগান গাইতেন। ’খুব পরিশ্রমী ছিলেন বলেও উল্লেখ করেন। নরেন্দ্র মোদি লিখেছেন, তিনি তার সাথে শুধুমাত্র দুইটি অনুষ্ঠানে গিয়েছিলেন। দ্বিতীয়টি ছিল ২০০১ সালে, যখন তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর তিনি কখনও আমার সাথে আর কোনও সরকারি অনুষ্ঠানে যাননি। ভারতীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ উপলক্ষ এবং উৎসবগুলোতে আশীর্বাদ পেতে মায়ের কাছে ছুটে যেতেন। গত ১৮ জুন হীরাবেন মোদীর বয়স ৯৯ বছর হওয়ার পর মোদি লিখেছিলেন, তার জীবন এবং আত্মত্যাগ তার মন, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসকে ‘গড়ে’ দিয়েছিল। মোদী আরো লিখেছিলেন, “আমার মা যতটা সহজ, ততটাই অসাধারণ। ঠিক সব মায়ের মতোই। ” সূত্র: কালের কণ্ঠ