গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ বন্দি হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আব্দুল হোসেন খোকন (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শেখা হাসিনা হত্যা চেষ্টা মামলায় কারাগারে বন্দি ছিলেন তিনি। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮ টার দিকে হাসপাতালে মারা যান খোকন। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । মারা যাওয়া খোকন বরিশাল কোতয়ালী থানার রাজধর গ্রামের আ. খালেকের ছেলে। জেল সুপার আমিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় বন্দি ছিলেন খোকন। তার হাজতি নম্বর- ২১৮৩/১৬। আজ শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জেল সুপার আরও জানান, মারা যাওয়া বন্দির বিরুদ্ধে মুকসুদপুর থানার মামলা নম্বর-০৩(৬)২০০১ ,ধারা- ৩২৪/৩২৬/৩০২/৪০৭/৩৪ ও কোতয়ালী থানার মামলা নম্বর- ২০(৩)১৯৯৯, জি,আর- ১৭৬/৯৯, ধারা-৩২৪/ ৩২৬/৩০২/৩৪ মামলা ছিল। কারাবিধি অনুযায়ী লাশ হস্তান্তরের বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলার বন্দি আসামির মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- ৯০
Tag :
সর্বাধিক পঠিত
























