সংযুক্ত আরব আমিরাত পূর্ণ ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকদের জন্য ৩০ আগস্ট (সোমবার) থেকে ভিসা দেয়া শুরু করছে।
দুবাইতে বিলম্বিত এক্সপো-২০২০ শীর্ষক বাণিজ্য মেলা শুরুর এক মাস আগে থেকে ভ্রমণকারীদের জন্য ভিসা দেয়া হচ্ছে।
দেশটিতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণও কমে যাচ্ছে। তেল সমৃদ্ধ দেশটিতে গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশের পর্যটকের জন্যে সংযুক্ত আরব আমিরাতের দরোজা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পর্যটকদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
পূর্বে নিষিদ্ধ করা দেশগুলোসহ বিশ্বের সব দেশের নাগরিকের জন্যে এ সিদ্ধান্ত কার্যকর হচেছ। তবে টুরিস্ট ভিসায় যারা আসবেন তাদের অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে।
দেশটিতে করোনা মহামারির মধ্যেই জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা বিষয়ক নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।
করোনা মহামারির কারণে পিছিয়ে দেয়া এক্সপো-২০২০ অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে লাখ লাখ লোক সংযুক্ত আরব আমিরাতে আসবে যা দেশটির অর্থনীতিকে চাঙ্গা করবে।
সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৭ লাখ ১৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৩৬ জন। ডব্লিউএএম।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 

























