রাজশাহীর চারঘাটে শিশুরা পাটখড়িতে আগুন লাগিয়ে খেলতে গিয়ে দুইটি বসতবাড়ি সেই আগুনে পুড়েছে। সোমবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫ টার দিকে কালুহাটি গ্রামের হিন্দু পাড়ার মৃত মজু মিয়ার দুই ছেলে সিলন ও লালন আলীর বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
সিলন ও লালনের দুই শিশু সন্তান পাটখড়িতে আগুন লাগিয়ে খেলছিল। সেই আগুন এক পর্যায়ে তাদের আধাপাকা ঘরের সাথে রাখা পাটখড়ির গাদিতে লেগে যায়। পাটখড়ির গাদা থেকে ঘরে আগুন লাগলে তা বৈদ্যতিক মিটারের মাধ্যমে দুইটি বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। চারঘাট ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে বিকাল ৫ টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। চারঘাট ও বাঘার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে একটি এ্যাপাসি মোটরসাইকেল ও দুইটি টেলিভিশনসহ পাঁচটি বসত ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা। চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শিশুরা পাটখড়ি নিয়ে খেলতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। চারঘাট ও বাঘা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাঁচটি বসত ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা।

নিজস্ব প্রতিবেদক: 
























