রাজশাহীতে অপহরণের শিকার এক তরুণীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় অপহরণকারী এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫ এর ওই দল।
বুধবার (১৮ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি থানার মল্লিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার সন্ধ্যায় র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতার যুবকের নাম হাফিজুর রহমান (২৪)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার শ্বরুপনগর এলাকার জিহাদের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি হাফিজুর রহমান ভুক্তভোগী তরুণীকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করত। প্রেমে রাজি না হওয়ায় ওই মেয়ের বড় ধরনের ক্ষতি করার পায়তারা করে আসামি। এরই প্রেক্ষিতে গত রোববার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মামার বাড়িতে যাবার পথে হাফিজুর রহমান ও তার সহযোগীরা তরুণীকে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী তরুণীর মা জান্নাতুন নেছা বাদী হয়ে নগরীর কাটাখালি থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশের পাশাপাশি সিপিএসসি র্যাব-৫ তরুণীকে উদ্ধার ও আসামি গ্রেফতারে অভিযান শুরু করে।

অভিযানে বুধবার দুপুর আড়াইটার দিকে কাটাখালি থানার মল্লিকপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। এসময় অপহরণের শিকার তরুণীকেও উদ্ধার করা হয়। পরে আসামি ও ভুক্তভোগী তরুণীকে নগরীর কাটাখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক: 






















