বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি

রংপুর বিভাগসহ আজও দেশের ২৩ জেলার উপর দিয়ে বইছে মৃদু ও মাঝারী শৈত্যপ্রবাহ। এসব জেলায় প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হিমালয়ের হিমেল বাতাসে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। দিনে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তাপ কম। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডা ও কুয়াশা। রংপুর বিভাগের আট জেলায় কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। অতিরিক্ত ঠান্ডায় কৃষি জমিতে কাজ করতেও অনেক কষ্ট হচ্ছে, বলছেন কৃষকরা। ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও কোল্ড ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগ-বালাই। দুর্ভোগে শ্রমজীবী মানুষ। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখে গেছে শ্রমজীবী মানুষকে। রংপুর বিভাগ ছাড়াও শীতের দাপট রয়েছে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি

প্রকাশিত সময় : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

রংপুর বিভাগসহ আজও দেশের ২৩ জেলার উপর দিয়ে বইছে মৃদু ও মাঝারী শৈত্যপ্রবাহ। এসব জেলায় প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হিমালয়ের হিমেল বাতাসে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। দিনে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তাপ কম। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডা ও কুয়াশা। রংপুর বিভাগের আট জেলায় কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। অতিরিক্ত ঠান্ডায় কৃষি জমিতে কাজ করতেও অনেক কষ্ট হচ্ছে, বলছেন কৃষকরা। ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও কোল্ড ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগ-বালাই। দুর্ভোগে শ্রমজীবী মানুষ। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখে গেছে শ্রমজীবী মানুষকে। রংপুর বিভাগ ছাড়াও শীতের দাপট রয়েছে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।