কুষ্টিয়ায় প্রেমঘটিত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান নামে এক যুবককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মজমপুর এলাকার ইউসুফ হোসেন ওরফে মুক্তার ছেলে পারভেজ হোসানইন ওরফে সৌরভ, খন্দকার হামিদুজ্জামান মলিনের ছেলে খন্দকার মিহিরুজ্জামান মিহির এবং কোর্টপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে সাজ্জাদুল বারী ওরফে সবুজ। কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, প্রেম সংক্রান্ত বিরোধ এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ২০১২ সালের ২৬ জানুয়ারি রাতে মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে হত্যা করে তার বন্ধুরা। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশের কাছে হাতেনাতে গ্রেফতার হন একজন। এ ঘটনায় নিহতের ভাই আসাদুর রহমান বাবু অভিযুক্তদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের ৬ জুন আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আজ এ রায় দেন।
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
প্রেমের জেরে খুন, ৩ জনের যাবজ্জীবন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- ৮৮
Tag :
সর্বাধিক পঠিত
























