ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, মহাভারত মহাকাব্যে পাণ্ডবরা যেমন রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও কৌরবদের বিশ্বাস করতে পারেননি, তেমনি ভারতও প্রতিবেশী হওয়া সত্ত্বেও পাকিস্তানকে বিশ্বাস করতে পারেনি। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ জানুয়ারি) মহারাষ্ট্রের পুনাতে নিজের বই প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানেই তাকে প্রশ্ন করা হয়, পরমাণু ক্ষমতাধর প্রতিবেশী পাকিস্তান ভারতের কাছে বোঝা কিংবা দায় কি না। এই প্রশ্নের জবাব দিতে গিয়েই মহাভারতের প্রসঙ্গ টেনে আনেন পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী হলেও পাকিস্তানের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখে না ভারত। পাশাপাশি দেশটির শুভবুদ্ধির উদয় হবে বলেও আশা প্রকাশ করেছেন জয়শঙ্কর। তবে প্রতিবেশীর অর্থনৈতিক সংকটের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাকিস্তানের অবস্থা পাণ্ডবদের মতো
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ১১:২২:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- ১০০
Tag :
সর্বাধিক পঠিত


























