হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক নৌ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলক দাশ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম বানিয়াচং উপজেলার মার্কুলি নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃত পুলক দাশ নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীর মোহন দাশের ছেলে। বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার দিকে স্থানীয় মার্কুলি বাজারে পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে পুলকের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলক উত্তেজিত হয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় রাতেই পুলককে আটক করেছে পুলিশ।
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
হবিগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
- ৭৩
Tag :
সর্বাধিক পঠিত

























