মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুস্থ সন্তান জন্মদানে মায়ের আদর্শ ওজন

গর্ভাবস্থায় কতটুকু ওজন বাড়লে তা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপযোগী হবে, সেই হিসাবটা একেকজনের ক্ষেত্রে একেকরকম। তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় সন্তানধারণ করার মাস ছয়েক পরও ওজনে বিশেষ কোনও পরিবর্তন হয় না। আবার এই সময়ে পুষ্টিকর খাওয়াদাওয়ার কারণে অনেকেরই ওজন নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়।

চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেরই মত, কার ওজন বাড়বে, আর ওজন বাড়বে না তা আপাতভাবে নির্ভর করে মেয়েদের বডিমাস ইনডেক্সের উপর। অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মায়েদের গড়ে ১০ থেকে ১২ কেজি ওজন বাড়া স্বাভাবিক। তবে সন্তানধারণ করার একেবারে প্রথম পর্যায়ে শারীরিক নানা পরিবর্তনের মধ্যে যেতে হয় মেয়েদের তাই বমি, মাথা ঘোরা, দুর্বল লাগার মতো লক্ষণগুলো থাকলে খাদ্যাভ্যাসেও পরিবর্তন হয়। তাই সেই সময়ে হবু মায়েদের ওজন কিন্তু নাও বাড়তে পারে। পরে ভ্রূণ বড় হতে থাকলে, ওজনও বেড়ে যায়।

তাদের মতে, একক ভ্রূণের ক্ষেত্রে অন্তঃসত্ত্বা নারীদের ‘বিএমআই’ ১৮.৫ থেকে ২৪.৯-এর মধ্যে থাকলেই ভাল। কোনও নারীর ক্ষেত্রে যদি এই মান ১৮-র নীচে থাকে, তা হলে যেমন সতর্ক থাকতে হবে, আবার সেই মান যদি ৩০-এর ওপর হয়, তখনও সতর্ক থাকা জরুরি। যমজ সন্তানের ক্ষেত্রে অবশ্য পুরো অঙ্কটাই আলাদা।

গর্ভবতী মায়েদের ওজন নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করা, পর্যাপ্ত পানি খাওয়া, ঘুমোনোর পরামর্শ দেন চিকিৎসকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সুস্থ সন্তান জন্মদানে মায়ের আদর্শ ওজন

প্রকাশিত সময় : ১১:১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

গর্ভাবস্থায় কতটুকু ওজন বাড়লে তা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপযোগী হবে, সেই হিসাবটা একেকজনের ক্ষেত্রে একেকরকম। তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় সন্তানধারণ করার মাস ছয়েক পরও ওজনে বিশেষ কোনও পরিবর্তন হয় না। আবার এই সময়ে পুষ্টিকর খাওয়াদাওয়ার কারণে অনেকেরই ওজন নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়।

চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেরই মত, কার ওজন বাড়বে, আর ওজন বাড়বে না তা আপাতভাবে নির্ভর করে মেয়েদের বডিমাস ইনডেক্সের উপর। অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মায়েদের গড়ে ১০ থেকে ১২ কেজি ওজন বাড়া স্বাভাবিক। তবে সন্তানধারণ করার একেবারে প্রথম পর্যায়ে শারীরিক নানা পরিবর্তনের মধ্যে যেতে হয় মেয়েদের তাই বমি, মাথা ঘোরা, দুর্বল লাগার মতো লক্ষণগুলো থাকলে খাদ্যাভ্যাসেও পরিবর্তন হয়। তাই সেই সময়ে হবু মায়েদের ওজন কিন্তু নাও বাড়তে পারে। পরে ভ্রূণ বড় হতে থাকলে, ওজনও বেড়ে যায়।

তাদের মতে, একক ভ্রূণের ক্ষেত্রে অন্তঃসত্ত্বা নারীদের ‘বিএমআই’ ১৮.৫ থেকে ২৪.৯-এর মধ্যে থাকলেই ভাল। কোনও নারীর ক্ষেত্রে যদি এই মান ১৮-র নীচে থাকে, তা হলে যেমন সতর্ক থাকতে হবে, আবার সেই মান যদি ৩০-এর ওপর হয়, তখনও সতর্ক থাকা জরুরি। যমজ সন্তানের ক্ষেত্রে অবশ্য পুরো অঙ্কটাই আলাদা।

গর্ভবতী মায়েদের ওজন নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করা, পর্যাপ্ত পানি খাওয়া, ঘুমোনোর পরামর্শ দেন চিকিৎসকরা।