বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর ও তার স্ত্রীর চুমকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে প্রদীপকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, আজ প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্রের বিষয়ে শুনানি হয়। অভিযোগপত্রের বিষয়টি আমলে নেন আদালত। এ সময় দুজনের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে প্রদীপের জামিন নামঞ্জুর ও পলাতক স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

গত ২৬ জুলাই আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। এতে তাদের বিরুদ্ধে দুই কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তর এবং ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকার অর্জিত সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

এর আগে, গত বছরের ২৩ আগস্ট মো. রিয়াজ উদ্দিন মামলাটি করেন। চলতি বছরের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে মামলার এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত সময় : ০৪:২০:১১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর ও তার স্ত্রীর চুমকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে প্রদীপকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, আজ প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্রের বিষয়ে শুনানি হয়। অভিযোগপত্রের বিষয়টি আমলে নেন আদালত। এ সময় দুজনের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে প্রদীপের জামিন নামঞ্জুর ও পলাতক স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

গত ২৬ জুলাই আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। এতে তাদের বিরুদ্ধে দুই কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তর এবং ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকার অর্জিত সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

এর আগে, গত বছরের ২৩ আগস্ট মো. রিয়াজ উদ্দিন মামলাটি করেন। চলতি বছরের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে মামলার এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।