চীন ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৩। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৭ মিনিটে তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং অঞ্চলের সীমান্তে এই ভূকম্পন অনুভূত হয়। চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। তবে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে (ইউএসজিএস) সূত্রে এই তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। যার অবস্থান ছিল ২০ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। কিন্তু পরে সেই রিপোর্ট সংশোধন করে তারা। এক বিবৃতিতে ইএমএসসি জানায়, কম্পনের আকার ছিল ৬ দশমিক ৩ মাত্রা।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তাজিকিস্তান-চীনে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০৮:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- ৬১
Tag :
সর্বাধিক পঠিত


























