বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদি সরকার ভারতের ক্ষমতায় আসার পর সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। সম্প্রতি দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির কার্যালয়ে ভারতের আয়কর কর্মকর্তাদের তল্লাশির পর প্রশ্নটি জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসি তথ্যচিত্র প্রচারের পর এই তল্লাশির ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করা নিয়ে ‘ভীতিকর পরিস্থিতি’ বিরাজ করছে।
১৪ ফেব্রুয়ারি ওই তল্লাশির ঘটনাকে সরকারি কর্মকর্তারা ‘জরিপ’ বলে তকমা দিয়েছিলেন। আদতে কর্মীদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোন জব্দ করা হয়। তবে বিবিসিপ্রধান সম্প্রতি কর্মীদের ‘নিরপেক্ষ থেকে ভয়হীনভাবে’ সংবাদ উপস্থাপনের নির্দেশ দেন।বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে ভারতের আটজন সাংবাদিক, শিল্প নির্বাহী এবং গণমাধ্যম বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে। তারা বলেন, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম সরকারের সমালোচনা করে সংবাদ প্রকাশ করার কারণে সরকারি বিভিন্ন সংস্থার দ্বারা ?অভিযানের নামে হেনস্তার শিকার হয়েছে। তাদের সরকারি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না এবং কয়েকজন সাংবাদিক গ্রেপ্তারও হয়েছেন। স্বাধীন অনলাইন মিডিয়া গ্রুপ ‘নিউজলন্ড্রি’র প্রধান নির্বাহী অভিনন্দন সেখরি বলেন, ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতার স্বর্ণযুগ কখনই ছিল না। কিন্তু বর্তমানে যে অবস্থায়, সেটাও কখনো ছিল না। মোদি সরকারকে নিয়ে সমালোচনামূলক খবর প্রকাশের পর ভারতের আয়কর কর্মকর্তারা ২০২১ সালে দুবার ‘নিউজলন্ড্রির’ কার্যালয়ে অভিযান চালিয়েছিল।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























