রাজশাহী র্যাব-৫ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও চোর চক্রের মুল হোতাকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী নগরীর জাহাজঘাট খোজাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার চোরের নাম জনি (৩৩)। তিনি নগরীর জাহাজঘাট খোজাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে চোর চক্রের মূল হোতা জনির বাড়িতে অভিযান চালায়। এসময় জনিকে গ্রেফতার করে র্যাব। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। গ্রেফতারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে জনি স্বীকার করে পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকলে চুরি করে তারা বিক্রি করতো। তিনি মোটরসাইকলে চুররি কথা স্বীকার করে। গ্রেফতার জনিকে নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা দেয়া হয়েছে।
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নগরীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতা গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০২:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- ৯৫
Tag :
সর্বাধিক পঠিত
























