আফগানিস্তানের রাজধানী কাবুলে নারী অধিকার কর্মীদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শনিবার রাষ্ট্রপতি ভবনের দিকে অগ্রসর হলে তালেবান বাহিনীর বাধার মুখে তা সহিংস রূপ নেয়। আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে। শুক্রবার থেকে কাবুলে আফগান নারী অধিকার কর্মীরা এই বিক্ষোভের আয়োজন করে।
টোলো নিউজে বলা হয়েছে, কাবুলের নারীরা নতুন সরকারে তাদের অধিকার এবং প্রতিনিধিত্বের দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে। তালেবানরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গের চেষ্টা করে।
বিক্ষোভকারীরা জানান, নতুন সরকারে তাদের ভূমিকা উল্লেখযোগ্য হওয়া উচিত। তারা নারিদের সমান অধিকার ও রাজনৈতিক জীবনে সিদ্ধান্ত গ্রহণের নিশ্চয়তা দাবি করছেন।
বিক্ষোভ মিছিলের একটি ভিডিও লাইভ-স্ট্রিমে প্রকাশ করা হয়। সেখানে নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অধিকারের স্বীকৃতির আহ্বান জানানো হয়েছে।
কাবুলে দ্বিতীয় দিনের মতো চলছে এই বিক্ষোভ। এর আগে, নারী প্রতিনিধিত্বের দাবিতে বৃহস্পতিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতেও আফগান নারীরা বিক্ষোভ করেন।
তালেবানদের ‘অতি-রক্ষণশীল’ অতীত সময়কে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের ধারণা তালেবানদের এই নতুন শাসনামলেও আফগান নারীদের ভাগ্যে কঠিন দুর্দশা নেমে আসতে পারে। শরিয়া আইনের কঠোর অবস্থান থেকে যদি তালেবানরা সরে না আসে তবে আবারও নারীদের ঘরবন্দী হতে হবে।
গত কয়েক সপ্তাহ ধরে তালেবানরা নারীদের কাজ করার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে। আগস্টের শেষে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, নারীরা সরকারের সঙ্গে কাজ করতে পারবেন তবে তাদের সার্বিক নিরাপত্তা তৈরি না হওয়া পর্যন্ত ঘরে থাকতে হবে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 
























