শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের পথই অনুসরণ করছেন বাইডেন: ইরান

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো একই ‘কানাগলি’ অনুসরণ করায় প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিযুক্ত করেছে দেশটি। খবর এএফপি’র।

ইরানি বংশোদ্ভূত আমেরিকান এক সাংবাদিককে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনা করার অভিযোগে ইরানের চার নাগরিকের বিরুদ্ধে মার্কিন ট্রেজারি বিভাগ আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

এর একদিন পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদাহ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওয়াশিংটনকে অবশ্যই বুঝতে হবে যে তাদের অন্য কোনো পছন্দ না থাকলেও এক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা পরিত্যাগ করতে এবং ইরানের প্রতি সম্মান দেখাতে হবে।’

শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ বিদেশে ইরানের ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারির দায়িত্বে নিয়োজিত তেহরানের চার গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটন একতরফাভাবে তেহরান ও বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের মধ্যে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায়।

বহুপাক্ষিক এ চুক্তির আওতায় ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তেহরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

গত ২০১৮ সালে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্ত ছিল এক্ষেত্রে বড় আঘাত।

পরে বাইডেন ক্ষমতায় এই আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফিরতে চান বলে জানান। তবে এপ্রিলে শুরু হওয়া ভিয়েনা আলোচনা জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল ইব্রাহিম রাইসি জয়ী হওয়ার পর থেকে স্থবির হয়ে পড়ে।

মঙ্গলবার ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আগামী দুই বা তিন মাস ভিয়েনা আলোচনা ফের শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এক্ষেত্রে ইরান ২০১৭ সাল থেকে তেহরানে ওপর নতুন করে আরোপ করা সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ট্রাম্পের পথই অনুসরণ করছেন বাইডেন: ইরান

প্রকাশিত সময় : ১২:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো একই ‘কানাগলি’ অনুসরণ করায় প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিযুক্ত করেছে দেশটি। খবর এএফপি’র।

ইরানি বংশোদ্ভূত আমেরিকান এক সাংবাদিককে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনা করার অভিযোগে ইরানের চার নাগরিকের বিরুদ্ধে মার্কিন ট্রেজারি বিভাগ আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

এর একদিন পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদাহ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওয়াশিংটনকে অবশ্যই বুঝতে হবে যে তাদের অন্য কোনো পছন্দ না থাকলেও এক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা পরিত্যাগ করতে এবং ইরানের প্রতি সম্মান দেখাতে হবে।’

শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ বিদেশে ইরানের ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারির দায়িত্বে নিয়োজিত তেহরানের চার গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটন একতরফাভাবে তেহরান ও বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের মধ্যে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায়।

বহুপাক্ষিক এ চুক্তির আওতায় ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তেহরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

গত ২০১৮ সালে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্ত ছিল এক্ষেত্রে বড় আঘাত।

পরে বাইডেন ক্ষমতায় এই আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফিরতে চান বলে জানান। তবে এপ্রিলে শুরু হওয়া ভিয়েনা আলোচনা জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল ইব্রাহিম রাইসি জয়ী হওয়ার পর থেকে স্থবির হয়ে পড়ে।

মঙ্গলবার ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আগামী দুই বা তিন মাস ভিয়েনা আলোচনা ফের শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এক্ষেত্রে ইরান ২০১৭ সাল থেকে তেহরানে ওপর নতুন করে আরোপ করা সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে।