চট্টগ্রাম নগরীর বক্সিরহাট ওয়ার্ডের রাজাখালী এলাকায় জনতা কোল্ড স্টোরেজ নামের কারখানায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর আগুন লেগে যায় এবং ভবনের নীচ তলার একাংশ ধসে পড়ে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতা কোল্ড স্টোরেজ নামের কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ করে। সেখান থেকে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ, আহত ৫
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:২৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- ৭০
Tag :
সর্বাধিক পঠিত



























