বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শ্রমিক লীগ নেতাসহ আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিকলীগ নেতাসহ আহত হয়েছে ৪ জন। ২০ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় জেলা শহরের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাবের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। আহতদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। ককটেল বিস্ফোরণে আহতরা হলেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আরামবাগ মহল্লার ফিরোজের ছেলে মেরাজ আলী (৩০), রামকৃষ্ণপুর এলাকার আলাউদ্দিনের ছেলে মো. বকুল (৪২), আরামবাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে সাকিল (২৫) এবং পিটিআই এলাকার মোর্ত্তুজার ছেলে লিটন (৩৫)। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিকুর রহমান জানান, ককটেল বিস্ফোরণ হয়ে রাত ১১টা পর্যন্ত মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে আহতদের চোখে, হাতে ও পায়ে জখম হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। এবিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়সহ অলিগলিতে পুলিশকে মোটরসাইকেল যোগে টহল দিতে দেখা গেছে। শহরে এক প্রকার থমথমে অবস্থা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শ্রমিক লীগ নেতাসহ আহত ৪

প্রকাশিত সময় : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিকলীগ নেতাসহ আহত হয়েছে ৪ জন। ২০ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় জেলা শহরের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাবের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। আহতদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। ককটেল বিস্ফোরণে আহতরা হলেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আরামবাগ মহল্লার ফিরোজের ছেলে মেরাজ আলী (৩০), রামকৃষ্ণপুর এলাকার আলাউদ্দিনের ছেলে মো. বকুল (৪২), আরামবাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে সাকিল (২৫) এবং পিটিআই এলাকার মোর্ত্তুজার ছেলে লিটন (৩৫)। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিকুর রহমান জানান, ককটেল বিস্ফোরণ হয়ে রাত ১১টা পর্যন্ত মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে আহতদের চোখে, হাতে ও পায়ে জখম হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। এবিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়সহ অলিগলিতে পুলিশকে মোটরসাইকেল যোগে টহল দিতে দেখা গেছে। শহরে এক প্রকার থমথমে অবস্থা বিরাজ করছে।