গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের মেয়ে কানতারা খানের বহনকৃত গাড়ি। এতে কারতারাসহ দুইজন আহত হয়েছেন। তবে তারা কেউই গুরুতর আঘাতপ্রাপ্ত হননি। আহত অপর জনের নাম কুটি খান (৪৭)। শনিবার (২২ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম জানান, ঈদ উপলক্ষে মুকসুদপুরে আসেন সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের মেয়ে কানতারা খান। শনিবার গাড়ি নিয়ে ঘুরতে বের হন তিনি। মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কানতারাসহ দুইজন সামন্য আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে উদ্ধার করে। তাদেরকে প্রাথমিক চিৎকিসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যের মেয়েসহ আহত ২
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- ১০৮
Tag :
সর্বাধিক পঠিত






















