ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের নলকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় আরও প্রাণহানির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নলকা ব্রিজের পশ্চিম পাশে ফুলজোড় ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর বলেন, সকালে একটি লোকাল বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক নারী নিহত ও কয়েকজন আহত হয়। পরে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পরে সাত মাসের এক শিশুসহ আরও এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধার করা হয়েছে।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সিরাজগঞ্জে বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- ৬৬
Tag :
সর্বাধিক পঠিত



























