সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৫

কানাডার ম্যানিটোবা প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া ২ চালকসহ আরও ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সিবিসি নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে লরির সঙ্গে বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোস্টার আকারের ওই বাসটির বেশিরভাগ যাত্রী ছিলেন প্রবীণ। তারা ডাউফিন, ম্যানিটোবা ও আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন। নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি বলে জানিয়েছেন ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) অ্যাসিস্টেন্ট কমিশনার রব হিল। এছাড়া আহতদের অবস্থা গুরুতর। একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে জ্বলন্ত বাস দেখতে পান। এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টুইট বার্তায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যারা এই ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা রইল। কারবেরির দুর্ঘটনায় আমার মনকে ভেঙে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কানাডায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৫

প্রকাশিত সময় : ০৯:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

কানাডার ম্যানিটোবা প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া ২ চালকসহ আরও ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সিবিসি নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে লরির সঙ্গে বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোস্টার আকারের ওই বাসটির বেশিরভাগ যাত্রী ছিলেন প্রবীণ। তারা ডাউফিন, ম্যানিটোবা ও আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন। নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি বলে জানিয়েছেন ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) অ্যাসিস্টেন্ট কমিশনার রব হিল। এছাড়া আহতদের অবস্থা গুরুতর। একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে জ্বলন্ত বাস দেখতে পান। এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টুইট বার্তায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যারা এই ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা রইল। কারবেরির দুর্ঘটনায় আমার মনকে ভেঙে দিয়েছে।