ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে রাস্তায় লাফিয়ে পড়া সেই গার্মেন্টস কর্মী মারা গেছেন। রোববার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাসে করে ভালুকা ফিরছিলেন ওই গার্মেন্টস কর্মী। ভালুকার সীডস্টোর এলাকায় বাসের সব যাত্রী নেমে যান। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মায়ের মসজিদ এলাকায় পৌঁছালে বাসটি চালকসহ তিন জন ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারী নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেওয়া সেই নারীর মৃত্যু
-
ময়মনসিংহ প্রতিনিধি - প্রকাশিত সময় : ০৪:৫৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- ১২৬
Tag :
সর্বাধিক পঠিত



























