গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় শাহিদুর রহমান নামে এক বিজিবি সদস্য মারা গেছেন। এ ঘটনায় আরও ছয় বিজিবি সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার শাহাজাদপুর গ্রামে। তার বাবার নাম দেলবর ফকির। আহতরা হলেন, নায়েক মো. জহির, নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী, সিপাহী সংগ্রাম। আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিইটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক (চট্টমেট্টো-শ-১১-৩৩০৩) নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে ৬৩ বিজিবি, হোতাপাড়ায় গাজীপুরে কর্মরত নায়েক শাহিদুর রহমান নিহত হন এবং ৬ জন বিজিবি সদস্য আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় চালক মোহাম্মদ ইয়াসিন (৩০) ও তার সহকারী আলীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি।
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাজীপুরে ট্রাকচাপায় বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৬
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৩:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- ৬৭
Tag :
সর্বাধিক পঠিত

























