শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিমের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের কন্যা রাব্বীলাতুল জান্নাতের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ। শনিবার সন্ধ্যায় তিনি নিহত সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর যান। প্রথমে সফরসঙ্গীদের নিয়ে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে এই হত্যাকাণ্ডের সাথে দলের কেউ জড়ি থাকলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন, জামালপুর জেলা পরিষদ সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের পাশে সব সময় থাকবে। এ সময় তিনি নাদিমের কন্যা রাব্বীলাতুল জান্নাতের পড়াশোনার দায়িত্ব নেন। জান্নাত যতদিন পড়াশোনা চালিয়ে যাবে সব ব্যয়ভার জেলা পরিষদ চেয়ারম্যান বহন করবেন বলে জানান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম, শিলা সারোয়ার, ফারহানা সোমা উপস্থিত ছিলেন। গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন।রাইজিংবিডি.কম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাংবাদিক নাদিমের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রকাশিত সময় : ০৩:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের কন্যা রাব্বীলাতুল জান্নাতের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ। শনিবার সন্ধ্যায় তিনি নিহত সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর যান। প্রথমে সফরসঙ্গীদের নিয়ে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে এই হত্যাকাণ্ডের সাথে দলের কেউ জড়ি থাকলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন, জামালপুর জেলা পরিষদ সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের পাশে সব সময় থাকবে। এ সময় তিনি নাদিমের কন্যা রাব্বীলাতুল জান্নাতের পড়াশোনার দায়িত্ব নেন। জান্নাত যতদিন পড়াশোনা চালিয়ে যাবে সব ব্যয়ভার জেলা পরিষদ চেয়ারম্যান বহন করবেন বলে জানান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম, শিলা সারোয়ার, ফারহানা সোমা উপস্থিত ছিলেন। গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন।রাইজিংবিডি.কম