ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপ এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরীফা খাতুন, নিকডাঙ্গা গ্রামের অটোরিকশা চালক আবুল কালাম এবং পিরোজপুর গ্রামের অরোপদ দাস। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে উপজেলার বারোবাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিল। পথে পিরোজপুর বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হন। আহত হন আরো তিনজন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অরোপদ দাসের মৃত্যু হয়। আহত অন্য দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ঝিনাইদহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- ৬৮
Tag :
সর্বাধিক পঠিত



























