সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২১ বছর অর্থ জমিয়ে হজে ২ বোন, মারা গেলেন ১ জন

হজ করার জন্য ২১ বছর ধরে অর্থ জমিয়েছেন মিসরের দুই বোন জামালাত এবং সুয়াদ। তারপর চলতি বছর হজের জন্য মক্কাতেও আসেন তারা; কিন্তু হজের শুরুর দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জামালাত।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, মিসরের সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা দুই বোন হজের জন্য ২০০২ সাল থেকে অর্থ সঞ্চয় শুরু করেন। ২১ বছর ধরে অর্থ সঞ্চয়ের পর বছর হজ করার জন্য কিছুদিন আগে মক্কায় আসেন তারা।

২৬ জুন থেকে শুরু হয়েছে হজ; আর এই দিনই মারা গেছেন জামালাত। ২১ তারিখ মিসর থেকে মক্কায় এসেছিলেন দুই বোন। জামালাতের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন সুয়াদ। মৃত্যুর আগে শেষ সময়ে বোনের পাশে ছিলেন তিনি।

সৌদির বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুয়াদ বলেন, ‘জামালাত ছিল আমার অবলম্বন, আমার সহায়। হজে আসার জন্য ২০ বছর ধরে আমরা কত পরিকল্পনা করেছি, কত স্বপ্ন দেখেছি। শেষ পর্যন্ত যখন আমাদের স্বপ্ন সত্যি হতে চলল, তখনই জামালাত আমাকে ছেড়ে চলে গেল!’

মক্কাতেই জামালাতকে দাফন করা হয়েছে উল্লেখ করে সুয়াদ বলেন, ‘হজের সৌন্দর্য আমরা দুই বোন একসঙ্গে উপভোগ করতে চেয়েছিলাম। তা আর হলো না। মৃত্যুর আগে সে জানিয়েছিল—তাকে যেন মক্কায় দাফন করা হয়। তার ইচ্ছে অনুযায়ী এখানেই তাকে দাফন করা হয়েছে।’

ইসলামের পঞ্চম স্থম্ভের নাম হজ। এই ধর্মের বিধান অনুযায়ী প্রত্যেক সামর্থবান মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা অতি আবশ্যিক বা ফরজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় দুই সহোদর খুন

২১ বছর অর্থ জমিয়ে হজে ২ বোন, মারা গেলেন ১ জন

প্রকাশিত সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩

হজ করার জন্য ২১ বছর ধরে অর্থ জমিয়েছেন মিসরের দুই বোন জামালাত এবং সুয়াদ। তারপর চলতি বছর হজের জন্য মক্কাতেও আসেন তারা; কিন্তু হজের শুরুর দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জামালাত।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, মিসরের সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা দুই বোন হজের জন্য ২০০২ সাল থেকে অর্থ সঞ্চয় শুরু করেন। ২১ বছর ধরে অর্থ সঞ্চয়ের পর বছর হজ করার জন্য কিছুদিন আগে মক্কায় আসেন তারা।

২৬ জুন থেকে শুরু হয়েছে হজ; আর এই দিনই মারা গেছেন জামালাত। ২১ তারিখ মিসর থেকে মক্কায় এসেছিলেন দুই বোন। জামালাতের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন সুয়াদ। মৃত্যুর আগে শেষ সময়ে বোনের পাশে ছিলেন তিনি।

সৌদির বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুয়াদ বলেন, ‘জামালাত ছিল আমার অবলম্বন, আমার সহায়। হজে আসার জন্য ২০ বছর ধরে আমরা কত পরিকল্পনা করেছি, কত স্বপ্ন দেখেছি। শেষ পর্যন্ত যখন আমাদের স্বপ্ন সত্যি হতে চলল, তখনই জামালাত আমাকে ছেড়ে চলে গেল!’

মক্কাতেই জামালাতকে দাফন করা হয়েছে উল্লেখ করে সুয়াদ বলেন, ‘হজের সৌন্দর্য আমরা দুই বোন একসঙ্গে উপভোগ করতে চেয়েছিলাম। তা আর হলো না। মৃত্যুর আগে সে জানিয়েছিল—তাকে যেন মক্কায় দাফন করা হয়। তার ইচ্ছে অনুযায়ী এখানেই তাকে দাফন করা হয়েছে।’

ইসলামের পঞ্চম স্থম্ভের নাম হজ। এই ধর্মের বিধান অনুযায়ী প্রত্যেক সামর্থবান মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা অতি আবশ্যিক বা ফরজ।