জামালপুর পৌরশহরে সকাল থেকে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টি ও ঘনঘন বজ্রপাতে পৃথকস্থানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে।
রবিবার (২ জুলাই) বিকেলে বৃষ্টির সাথে ঘনঘন বজ্রপাত চলছিল। এ সময় পৌর এলাকার হাটচন্দ্রায় বাড়ির পাশে ফসলের মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুইটি গরুসহ মোয়াজ্জল শেখ (৫৫) নামে এক কৃষক মারা যান।
এদিকে পৌর এলাকার বানিয়াবাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে আব্দুল খালেক (৪২) নামের আরও একজনের মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ জানান, বিকেলে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























