ময়মনসিংহ নগরীতে তাসলিমা হত্যা মামলার ২০ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের আ. মালেক খান, আ. হাই খান এবং আব্দুল কাইয়ূম খান। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল হক। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে ২০০২ সালের ৮ নভেম্বর ওই তিনজনের হাতে খুন হন তাসলিমা খাতুন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হলে দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
হত্যার ২০ বছর পর তিনজনের যাবজ্জীবন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৮:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- ১১৫
Tag :
সর্বাধিক পঠিত



























