রাশিয়ার একটি ঘাঁটিতে সাম্প্রতিক হামলায় ২০০ রুশ সেনা এবং দখলকৃত শহর টোকমাকের কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দখলকৃত দক্ষিণ ইউক্রেনীয় শহর মেলিটোপোলের মেয়র ইভান ফেদোরভ টেলিগ্রামে বলেছেন, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে টোকমাকে লড়াই ও প্রতিরোধ গড়ে তুলেছে।’ইউক্রেনীয় এই মেয়রের দাবির সত্যতা পাওয়া যায়নি। তবে গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, শহরের রাশিয়ার একটি ঘাঁটিতে আঘাত হেনেছে ইউক্রেন। সেখানে প্রচণ্ড লড়াইয়ের কারণে কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।অধিকৃত জাপোরিঝিয়াতে ভ্লাদিমির রোগভ নামে একজন রাশিয়ান-নিযুক্ত কর্মকর্তা একই দিনে শহরে একাধিক বিস্ফোরণের কথা বলেছিলেন। সেই সঙ্গে একটি খোলা জায়গায় আগুনের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। কিন্তু এটি কোথায় ঘটেছে তা জানা যায়নি।সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী টোকমাককে নিয়মিত টার্গেট করে। কারণ, এটি রাশিয়ার প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।এদিকে, পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেনের মাটিতে অনেক রুশ সেনা হতাহত হচ্ছে। বিষয়টি স্বীকার করলেও কতজনের প্রাণহানি হয়েছে এ নিয়ে মুখ খোলেনি মস্কো।
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আরও ২০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ১১:৫৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- ৬৯
Tag :
সর্বাধিক পঠিত

























