শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার কম, নৌকা ছাড়া কারও এজেন্ট নেই

ঢাকা-১৭ আসনে আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল ৮টা ১০ মিনিটে বনানীর বিদ্যানিকেতন স্কুলে আসেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। ওই সময়ে ভোটকেন্দ্রের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন তিনি। এ সময় নৌকা প্রতীক ছাড়া কারও এজেন্ট দেখতে পাননি রাশেদা।

এ শিক্ষাপ্রতিষ্ঠানে সাতটি ভোটকেন্দ্র রয়েছে। রাশেদা সুলতানা তিনটি ভোটকেন্দ্রের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন। সকাল ৮টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত একটি কক্ষে দুটি ও কয়েকটি কক্ষে একটি করে ভোট পড়ে। বাকি কক্ষগুলোতে একটিও ভোট পড়েনি।

এ সময় রাশেদা সুলতানা বলেন, ‘ভোটার উপস্থিতি কম।’ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো এজেন্ট যেন বুথে না ঢুকে সেজন্য সতর্ক করা হয়েছে। আমরা নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট মনিটরিং করব।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯, ২০নং ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ আসনের উপনির্বাচনে ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।

গত কয়েকটি নির্বাচনের মত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে নজর রাখছে নির্বাচন কমিশন।

ঢাকা-১৭ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (নৌকা প্রতীক নিয়ে), জাতীয় পার্টির (লাঙল) সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম উরফে হিরো আলম (একতারা), জাকের পার্টির কাজী রশিদুল হাসান (গোলাপ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন (ডাব) এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালি আঁশ)।-দৈনিক আমাদের সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভোটার কম, নৌকা ছাড়া কারও এজেন্ট নেই

প্রকাশিত সময় : ১০:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনে আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল ৮টা ১০ মিনিটে বনানীর বিদ্যানিকেতন স্কুলে আসেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। ওই সময়ে ভোটকেন্দ্রের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন তিনি। এ সময় নৌকা প্রতীক ছাড়া কারও এজেন্ট দেখতে পাননি রাশেদা।

এ শিক্ষাপ্রতিষ্ঠানে সাতটি ভোটকেন্দ্র রয়েছে। রাশেদা সুলতানা তিনটি ভোটকেন্দ্রের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন। সকাল ৮টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত একটি কক্ষে দুটি ও কয়েকটি কক্ষে একটি করে ভোট পড়ে। বাকি কক্ষগুলোতে একটিও ভোট পড়েনি।

এ সময় রাশেদা সুলতানা বলেন, ‘ভোটার উপস্থিতি কম।’ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো এজেন্ট যেন বুথে না ঢুকে সেজন্য সতর্ক করা হয়েছে। আমরা নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট মনিটরিং করব।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯, ২০নং ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ আসনের উপনির্বাচনে ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।

গত কয়েকটি নির্বাচনের মত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে নজর রাখছে নির্বাচন কমিশন।

ঢাকা-১৭ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (নৌকা প্রতীক নিয়ে), জাতীয় পার্টির (লাঙল) সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম উরফে হিরো আলম (একতারা), জাকের পার্টির কাজী রশিদুল হাসান (গোলাপ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন (ডাব) এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালি আঁশ)।-দৈনিক আমাদের সময়