নাটোরে শ্যামলী পরিবহনের একটি বাস ও গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।শনিবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নাটোর মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার খন্দকাচুটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বনপাড়া ফায়ার সার্ভিস ও ঝলমলিয়া হাইওয়ে পুলিশ জানায়, শনিবার মাঝরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্যামলী পরিবহনের হেল্পার ও সুপারভাইজার নিহত হন।ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। শ্যামলী পরিবহনের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারে খবর দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ১০:৩২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- ১২০
Tag :
সর্বাধিক পঠিত



























