নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকরা হলেন, রমজান (২২), আলম (৩৫), রিফাত (১২)।ফতুল্লা থানার এস আই শহীদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ১টায় নূরমসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিস্ফোরণে ওই কারখানার টিনের চাল উড়ে যায়। ঘরের দেয়াল ও লোহার গেট ভেঙে যায়। আগুনে তিন শ্রমিক দ্বগ্ধ হন। এ সময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।গত ছয় মাস আগে ওই এলাকার মহিউদ্দিন মুন্সির বাড়ি বাড়া নিয়ে ইলাস্ট্রিক রংকরার ডাইং (রং করার) কারখানা কাজ শুরু করে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 




















