সকাল থেকেই সূর্য সেজেছে অপরূপ সাজে। তা দেখতে আকাশে চোখ শত মানুষের। তবে সূর্যের এমন প্রখরতা ছিল, তাকিয়ে থাকাটাই ছিল বেশ কঠিন। আর সেই প্রখরতা উপেক্ষা করে দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলো রাজশাহীবাসী। কারণ এই শ্রাবণের আকাশে সূর্যকে বৃত্ত করে ঘিরে ছিল রংধনু। এ যেন সূর্যকে আলিঙ্গন রংধনুর। পাশ দিয়ে উড়ে চলেছে শ্রাবণের শুভ্র মেঘ। যা বিশাল আকাশে দিয়েছে এক নতুন রূপ।সোমবার (২৪ জুলাই) বেলা ১টার দিকে রাজশাহী নগরীর আকাশভরা সূর্য ও রংধনুর এমন আলিঙ্গন উপভোগ করেছেন রায়হান রোহান বলেন, এবার শুরু থেকেই রাজশাহীতে প্রচুর গরম। তবে আজ সূর্য যেন নতুন রূপ নিয়েছে। সূর্যকে ঘিরে রেখেছে রংধনু। সাধারণত আমরা রংধনু দেখি পূর্ব আকাশে।‘নীল আকাশ, শ্রাবণের শুভ্র মেঘের ভেলা, সূর্য, আবার সূর্যকে আলিঙ্গন করে রয়েছে রংধনু! প্রকৃতির এমন রূপ পাষাণকেও যেন দুদণ্ড প্রশান্ত করে তুলবে। প্রকৃতির এমন রূপ আমাদের মনের ওপর দারুণভাবে ইতিবাচক প্রভাব ফেলে।’
-64be42d3d071f.jpg)
রাজশাহী আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, সোমবার দুপুর ১২টায় রাজশাহীর সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।

রাজশাহী প্রতিনিধি 

























