রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশ থেকে শুক্রবার রাতে আনুমানিক একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট এলাকার পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।
তিনি জানান, একটি কাপড়ের ব্যাগে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা এ ব্যাগ শহীদ মিনার এলাকায় রেখে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরো জানান, নবজাতকের বয়স আনুমানিক এক দিন হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























