সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৬৮ তলা থেকে পড়ে জনপ্রিয় ‘স্টান্টম্যান’র মৃত্যু!

তাকে ডাকা হতো ডেয়ারডেভিল নামে। করতেনও এমন সব সাহসী কাজ,যা দুর্বল চিত্তের মানুষের হয়তো সহ্য করার ক্ষমতা নেই। কোনও রকম সুরক্ষা ছাড়া এক বহুতল ভবন থেকে আরেক ভবনের ছাদে লাফিয়ে বেড়াতেন ফরাসি স্টান্টম্যান রেমি লুসিডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয় ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এই সাহসী শখই কাল হলো তার। ৬৮ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এই ‘ডেয়ারডেভিল’ এর।

হংকংয়ের ‘ট্রেগুন্টার টাওয়ার’ কমপ্লেক্সে উঠছিলেন রেমি। কিন্তু হঠাৎ ভারসাম্য রাখতে না পেরে ৬৮ তলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় তার। পড়ে যাওয়ার আগে ঝুলন্ত অবস্থায় এক জানালায় ধাক্কা মারছিলেন, যা শুনে চমকে উঠেছিলেন ঘরের ভিতরে থাকা নারী।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রেমিকে ওই ভবনে দেখা গিয়েছিল। তিনি নিরাপত্তারক্ষীকে ৪০ তলায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে ভবনে প্রবেশ করেন। তবে নিরাপত্তারক্ষী খোঁজ নিয়ে জানতে পারেন, রেমিকে সেই ব্যক্তি চেনেন না। এরপর নিরাপত্তারক্ষী তাকে আটকাতে ছোটেন, কিন্তু ততক্ষণে রেমি লিফটে উঠে যান।

লিফটে রেমি ৪৯ তলায় পৌঁছে যান। পরে সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ের একেবারে উপরে উঠে পড়েন। তবে ছাদে উঠেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যা সাড়ে সাতটার সময়ও রেমি জীবিত ছিলেন। সেই সময়েই তিনি জানালায় ধাক্কা দিয়েছিলেন। সেই নারী ভয় পেয়ে পুলিশকে খবর দিয়েছিলেন। কিন্তু পুলিশ আসার আগেই রেমি নিচে পড়ে যান।

ঘটনাস্থল থেকে রেমির ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। সেই ক্যামেরায় স্টান্টের ভিডিও আছে। মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় দুই সহোদর খুন

৬৮ তলা থেকে পড়ে জনপ্রিয় ‘স্টান্টম্যান’র মৃত্যু!

প্রকাশিত সময় : ০৯:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

তাকে ডাকা হতো ডেয়ারডেভিল নামে। করতেনও এমন সব সাহসী কাজ,যা দুর্বল চিত্তের মানুষের হয়তো সহ্য করার ক্ষমতা নেই। কোনও রকম সুরক্ষা ছাড়া এক বহুতল ভবন থেকে আরেক ভবনের ছাদে লাফিয়ে বেড়াতেন ফরাসি স্টান্টম্যান রেমি লুসিডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয় ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এই সাহসী শখই কাল হলো তার। ৬৮ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এই ‘ডেয়ারডেভিল’ এর।

হংকংয়ের ‘ট্রেগুন্টার টাওয়ার’ কমপ্লেক্সে উঠছিলেন রেমি। কিন্তু হঠাৎ ভারসাম্য রাখতে না পেরে ৬৮ তলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় তার। পড়ে যাওয়ার আগে ঝুলন্ত অবস্থায় এক জানালায় ধাক্কা মারছিলেন, যা শুনে চমকে উঠেছিলেন ঘরের ভিতরে থাকা নারী।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রেমিকে ওই ভবনে দেখা গিয়েছিল। তিনি নিরাপত্তারক্ষীকে ৪০ তলায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে ভবনে প্রবেশ করেন। তবে নিরাপত্তারক্ষী খোঁজ নিয়ে জানতে পারেন, রেমিকে সেই ব্যক্তি চেনেন না। এরপর নিরাপত্তারক্ষী তাকে আটকাতে ছোটেন, কিন্তু ততক্ষণে রেমি লিফটে উঠে যান।

লিফটে রেমি ৪৯ তলায় পৌঁছে যান। পরে সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ের একেবারে উপরে উঠে পড়েন। তবে ছাদে উঠেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যা সাড়ে সাতটার সময়ও রেমি জীবিত ছিলেন। সেই সময়েই তিনি জানালায় ধাক্কা দিয়েছিলেন। সেই নারী ভয় পেয়ে পুলিশকে খবর দিয়েছিলেন। কিন্তু পুলিশ আসার আগেই রেমি নিচে পড়ে যান।

ঘটনাস্থল থেকে রেমির ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। সেই ক্যামেরায় স্টান্টের ভিডিও আছে। মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানা যায়নি।