ভারতের ত্রিপুরা রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গু প্রকোপ। গত কয়েকদিন থেকে রাজ্যটিতে ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এদের বেশিরভাগই বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার সিপাহিজালা জেলার। দেশটির এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর আউটলুক ইন্ডিয়ার।
ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিনের ডিরেক্টর সুপ্রিয় মল্লিক পিটিআইকে জানান, এতে এখন পর্যন্ত কারও প্রাণহানি হয়নি তবে সকল ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেছেন, সিপাহিজালার ধানপুর ও মেলাগড়ে ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং বাকিগুলো পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালায় আক্রান্ত হয়েছেন। স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য বিশেষ চিকিৎসকসহ ছয় সদস্যের র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানান মল্লিক।
ভারতীয় এ কর্মকর্তা বলেন, বাংলাদেশ সীমান্তে তিনটি ইমিগ্রেশন চেকপোস্টে বাধ্যতামূলক ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। মল্লিক দাবি করেছেন, প্রতিবেশী বাংলাদেশ থেকেই ডেঙ্গু ছড়াচ্ছে।
মশা আন্তর্জাতিক সীমান্তের বেড়া অতিক্রম করে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষকে কামড়াতে পারে। আমাদের দৃঢ় বিশ্বাস ডেঙ্গু মশা বাংলাদেশ থেকেই আসছে এবং সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়ছে, বলেন মল্লিক। তবে আমাদের এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























