রাঙামাটির বাঘাইছিড় উপজেলার পৌর এলাকার হাজীপাড়ায় মো. জুযেল (৭) নামে শিশু বন্যার পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শিশুটি পানিতে পড়ে যায়। Google news কয়েক দিনের টানা ভারি বৃষ্টি ও পাহাড় থেকে নেমে ঢলে বাঘাছড়িসহ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি মো. ইখতিয়ার বলেন, নিখোঁজ শিশুটির উদ্ধারে তৎপরতা চলছে। এদিকে, বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে নিখোঁজ শুভেন চাকমার (১৮) এখনও সন্ধান মেলেনি। সোমবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে বরকলের সুবলং ইউনিয়নের মাইসছড়ি গ্রামে কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা জানান, মাইসছড়ি গ্রামের দুই বাসিন্দা কাপ্তাই হ্রদ পার হওয়ার সময় নৌকাটি উল্টে যায়। এ সময় একজন সাঁতরে তীরে আসতে পারলেও শুভেন চাকমা ভেসে যান। স্থানীয় সাংবাদিক আব্দুল মাবুদ জানান, এখনও নিখোঁজ শুভেন চাকমার খোঁজ মেলেনি।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘাইছড়িতে বন্যার পানিতে পড়ে শিশু নিখোঁজ
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:১৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- ৯৬
Tag :
সর্বাধিক পঠিত



























