শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্রলীগের দুপক্ষের মারামারি, আহত ৩

রুম দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হন। একজনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রোববার রাতে ৫৪০ নম্বর ও ৬৫১ নম্বর রুমকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হামলাকারীরা হলেন— হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকা, উপ-প্রচার সম্পাদক সোহানুর রহমান, আইন সম্পাদক রাকিবুল হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও মো. আব্দুল্লাহ এবং হল ছাত্রলীগের সহ-সভাপতি জহির রায়হান। তারা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।হামলায় আহতরা হলেন- হল ছাত্রলীগের সহ-সভাপতি রাফিন হাসান, মাসুদ শিকদার ও আবু বকর সিদ্দিক। আহতরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। তারা ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরেছেন।

হল সূত্রে জানা যায়, ৫৪০ নম্বর রুমটির আবাসিক ছাত্র মো. সাজ্জাদ হোসেন, সাজ্জাদ কাদির এবং সাকিল কবির রাতের খাবার খেতে বের হন। তাদের কিছু না জানিয়েই প্রতিপক্ষরা রুমের তালা ভেঙে রুম দখল করে নেয়। এর কিছুক্ষণ পরেই আবার তারা ৬৫১ নম্বর রুমে যায় এবং সেই রুমের অবস্থানকারী ৩ জন শিক্ষার্থীকে জোর করে নানাভাবে হেনস্তা করে টেনে হিচড়ে রুম থেকে বের করে দেয়। তখন রুম দখলের প্রতিবাদ জানালে রাফিন হাসান ও মাসুম শিকদারসহ একাধিক ছাত্রকে মারধর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢাবিতে ছাত্রলীগের দুপক্ষের মারামারি, আহত ৩

প্রকাশিত সময় : ১০:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

রুম দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হন। একজনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রোববার রাতে ৫৪০ নম্বর ও ৬৫১ নম্বর রুমকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হামলাকারীরা হলেন— হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকা, উপ-প্রচার সম্পাদক সোহানুর রহমান, আইন সম্পাদক রাকিবুল হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও মো. আব্দুল্লাহ এবং হল ছাত্রলীগের সহ-সভাপতি জহির রায়হান। তারা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।হামলায় আহতরা হলেন- হল ছাত্রলীগের সহ-সভাপতি রাফিন হাসান, মাসুদ শিকদার ও আবু বকর সিদ্দিক। আহতরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। তারা ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরেছেন।

হল সূত্রে জানা যায়, ৫৪০ নম্বর রুমটির আবাসিক ছাত্র মো. সাজ্জাদ হোসেন, সাজ্জাদ কাদির এবং সাকিল কবির রাতের খাবার খেতে বের হন। তাদের কিছু না জানিয়েই প্রতিপক্ষরা রুমের তালা ভেঙে রুম দখল করে নেয়। এর কিছুক্ষণ পরেই আবার তারা ৬৫১ নম্বর রুমে যায় এবং সেই রুমের অবস্থানকারী ৩ জন শিক্ষার্থীকে জোর করে নানাভাবে হেনস্তা করে টেনে হিচড়ে রুম থেকে বের করে দেয়। তখন রুম দখলের প্রতিবাদ জানালে রাফিন হাসান ও মাসুম শিকদারসহ একাধিক ছাত্রকে মারধর করা হয়।