কিশোরগঞ্জের স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের এবটি পিকআপ ফলের আড়তের ভেতরে ঢুকে পড়ে। এতে র্যাবের চার সদস্যসহ ছয়জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে। আহত চার র্যাব সদস্য হলেন রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮)। এ ছাড়া মাদক মামলার দুজন আসামি রয়েছেন।
জানা যায়, নেত্রকোণা জেলা থেকে মাদক মামলার দুজন আসামি নিয়ে র্যাব, সিপিসি-২ এর কার্যালয়ে নিয়ে আসার সময় কিশোরগঞ্জের স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের পিকআপ ফলের আড়তের ভেতর ঢুকে পড়ে। এতে র্যাবের চার সদস্যসহ ছয়জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত দুই আসামিসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























