নিজের পরবর্তী সিনেমায় অভিনয়ের সুযোগ দেবেন- এমন প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠে পরিচালক জাসিক আলির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে কেরালার কোঝিকোড়োয়। ৩৬ বছর বয়সী ওই পরিচালক নাবালিকাকে আশ্বাস দেন, নিজের পরবর্তী ছবিতে অভিনয়ের সুযোগ করে দেবেন তাকে। পরিচালকের কথায় ভরসা করে তার সঙ্গে একাধিক জায়গায় যেতে রাজি হয় ওই নাবালিকা।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জায়গা নিয়ে গিয়েই নাবালিকার উপর যৌন নির্যাতন চালান অভিযুক্ত পরিচালক।একাধিক বার এমন ঘটনা ঘটার পর কোয়িলান্ডি থানায় দায়ের হয় অভিযোগ। নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে এফআইআর দায়ের হওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। অবশেষে নাদাক্কভু থেকে অভিযুক্ত পরিচালক জাসিক আলিকে গ্রেপ্তার করে পুলিশ।নাবালিকাকে যৌন হেনস্থা করার পর পালিয়ে গিয়ে একাধিক জায়গায় লুকিয়ে ছিলেন অভিযুক্ত, দাবি পুলিশের। নাদাক্কভু থেকেও পালানোরই ছক ছিল জাসিক আলির। সেখান থেকে পালানোর সময়েই তাকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র: আনন্দবাজার
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সিনেমায় সুযোগের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার পরিচালক
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০৯:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- ৬৫
Tag :
সর্বাধিক পঠিত



























