রাজশাহী মহানগরীতে হেলমেট ছাড়া ও সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির চালকদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এতে করে সড়ক অনিরাপদ হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে মহানগরীতে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে বিশেষ অভিযান শুরু করছে আরএমপি’র ট্রাফিক বিভাগ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এর নির্দেশে আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, উল্টোপথে গাড়ি চালানো, হেলমেট না থাকা, মোটরসাইকেলে তিনজন আরোহন এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। আইন লঙ্ঘনকারীদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতার ক্ষেত্রে সে গাড়ি জব্দ করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমার সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার।তিনি বলেন, মহানগরীর সড়কগুলোতে বৈধ যানবাহন নিয়ম মেনে যেন চলাচল করে এবং শৃঙ্খলা ফিরে আসে সে লক্ষ্যে আরএমপি’র ট্রাফিক বিভাগ এ বিশেষ অভিযান শুরু করেছে। রাজশাহী মেট্রোপলিটন এলাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যহত থাকবে।-সিল্কসিটি নিউজ

রিপোর্টারের নাম 





















