টাঙ্গাইলের একটি আবাসিক হোটেল থেকে ১৩ নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই এলাকায় ইয়ার গার্ডেন আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। মির্জাপুর থানা সূত্র জানায়, গোড়াই দক্ষিণ নাজিরপাড়া এলাকার বাসিন্দা মোবারক হোসেন খান ও মোতালেব হোসেন খানের একটি ভবনের তৃতীয় তলায় ইয়ার গার্ডেন নামের একটি আবাসিক হোটেল রয়েছে। সেখানে ১০টি কক্ষে প্রতিদিন নারীদের এনে অসামাজিক কার্যকলাপ চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালায়। অভিযানে হোটেলের ম্যানেজারসহ অসামাজিক কাজে জড়িত ১৩ নারী ও ১২ পুরুষকে আটক করা হয়। মির্জাপুর থানার দেওহাটা ফাঁড়ির ইনচার্জ ও এসআই আইয়ুব খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোড়াই শিল্পাঞ্চল এলাকায় আবাসিক হোটেলের নামে ইয়ার গার্ডেনে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডেইলি-বাংলাদেশ
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আবাসিক হোটেল থেকে ১৩ নারীসহ আটক ২৫
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত সময় : ০৯:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- ৮৮
Tag :
সর্বাধিক পঠিত

























