সম্প্রতি তারেক রহমানের দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেওয়াকে কেন্দ্র করে এজলাস কক্ষে হট্টগোল ও ফাইল ছুঁড়ে মারার ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ সাত জনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) আইনজীবী নাহিদ সুলতানা যুথী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ আবেদন করেন।
এসময় প্রধান বিচারপতি বলেন, যেহেতু বেঞ্চ পুনর্গঠনের প্রয়োজন রয়েছে কাজেই আজ এটি শুনবেন না। তিনি তার সহকারীর কাছে এটি জমা দিয়ে যেতে বলেন।
এসময় প্রধান বিচারপতি বলেন, যেহেতু বেঞ্চ পুনর্গঠনের প্রয়োজন রয়েছে কাজেই আজ এটি শুনবেন না। তিনি তার সহকারীর কাছে এটি জমা দিয়ে যেতে বলেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























