৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মৌলভীবাজার জেলার কৃতি সন্তানদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। বুধবার (৩০ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং স্মারক উপহার তুলে দেন। পুলিশ সুপার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের সাথে পরিচিত হন এবং ক্যাডার সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন,”সেবার যে মানসিকতা নিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করতে যাচ্ছেন, সেটা সব সময় ধরে রাখতে হবে। জীবনে যত বড় কর্মকর্তা হোন না কেন নিজের অতীতকে সবসময় মনে রাখতে হবে। দেশকে, দেশের মানুষকে নিজের সর্বোচ্চ দিয়ে সেবা করতে হবে।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মৌলভীবাজারে ৪১তম বিসিএস সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৯:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- ৯৫
Tag :
সর্বাধিক পঠিত

























