রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাবনে সেনা অভ্যুত্থান: জেনারেলকে কাঁধে নিয়ে সেনাদের বিজয় মিছিল

গ্যাবনে সেনা অভ্যুত্থানের পর সেনাপ্রধান জেনারেল ব্রিস অলিগুই গুয়েমাকে কাঁধে নিয়ে বিজয় মিছিল করেছে দেশটির সেনারা। জেনারেল ব্রিসকে অন্তবর্তীকালীন নেতা হিসেবে আখ্যা দিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে গতকাল বুধবার নির্বাচনের ফল ঘোষণার কিছুক্ষণ পর তা প্রত্যাখ্যান করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তারা ঘোষণা দেয়, এখন থেকে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান বিলুপ্ত করা হলো। নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট আলি বঙ্গো। ২০০৯ সাল থেকে ক্ষমতায় আছেন তিনি।তবে সেই ফল প্রত্যাখান করে ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্যাবনের রাজধানী লিবরেভিলের রাজপথে বিজয় উল্লাস করেছে সেনাসদস্যরা। একসময় তারা জেনারেল ব্রিসকে কাঁধে তুলে নেন।

অন্যদিকে গৃহবন্দি রয়েছেন প্রেসিডেন্ট আলি বঙ্গো। ইতোমধ্যে একটি ভিডিও বার্তায় তিনি বন্ধুদের সহায়তা চেয়েছেন। তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে আমার বন্ধুরা, আমার হয়ে আওয়াজ তুলুন।’

ফ্রান্সের সাবেক কলোনি এই দেশটি আফ্রিকার অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। সেখানে ৫৫ বছর ধরে ক্ষমতায় ছিল বঙ্গোর পরিবার। এরপর বুধবার আলি বঙ্গোকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গ্যাবনে বেসামরিক আইন সমুন্নত রাখার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায় এবং সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলে। এ ছাড়া এই অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। তারা একে ‘অসাংবিধানিক সামরিক ক্ষমতা দখল’ বলে আখ্যা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় দুই সহোদর খুন

গ্যাবনে সেনা অভ্যুত্থান: জেনারেলকে কাঁধে নিয়ে সেনাদের বিজয় মিছিল

প্রকাশিত সময় : ১১:৪৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

গ্যাবনে সেনা অভ্যুত্থানের পর সেনাপ্রধান জেনারেল ব্রিস অলিগুই গুয়েমাকে কাঁধে নিয়ে বিজয় মিছিল করেছে দেশটির সেনারা। জেনারেল ব্রিসকে অন্তবর্তীকালীন নেতা হিসেবে আখ্যা দিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে গতকাল বুধবার নির্বাচনের ফল ঘোষণার কিছুক্ষণ পর তা প্রত্যাখ্যান করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তারা ঘোষণা দেয়, এখন থেকে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান বিলুপ্ত করা হলো। নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট আলি বঙ্গো। ২০০৯ সাল থেকে ক্ষমতায় আছেন তিনি।তবে সেই ফল প্রত্যাখান করে ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্যাবনের রাজধানী লিবরেভিলের রাজপথে বিজয় উল্লাস করেছে সেনাসদস্যরা। একসময় তারা জেনারেল ব্রিসকে কাঁধে তুলে নেন।

অন্যদিকে গৃহবন্দি রয়েছেন প্রেসিডেন্ট আলি বঙ্গো। ইতোমধ্যে একটি ভিডিও বার্তায় তিনি বন্ধুদের সহায়তা চেয়েছেন। তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে আমার বন্ধুরা, আমার হয়ে আওয়াজ তুলুন।’

ফ্রান্সের সাবেক কলোনি এই দেশটি আফ্রিকার অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। সেখানে ৫৫ বছর ধরে ক্ষমতায় ছিল বঙ্গোর পরিবার। এরপর বুধবার আলি বঙ্গোকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গ্যাবনে বেসামরিক আইন সমুন্নত রাখার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায় এবং সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলে। এ ছাড়া এই অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। তারা একে ‘অসাংবিধানিক সামরিক ক্ষমতা দখল’ বলে আখ্যা দিয়েছে।