প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাকে কেন্দ্র করে গাইবান্ধায় বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ারসেল নিক্ষেপ ও লাঠি চার্জ করায় বিএনপির অন্তত ১৫জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া দু’জন নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে শহরের পার্ক রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরের সাকুর্লার রোডস্থ দলীয় কার্যালয় থেকে দলটির শোভাযাত্রা বের হয়। এটি শহর প্রদক্ষিণ করে পার্ক রোডে পৌঁছলে পুলিশ বাঁধা দেয়। পরে বিএনপির নেতাকমীর্দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ এবং নেতাকমীর্দের লাঠিচার্জ করে। এতে বিএনপি ও যুবদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে দলীয় কার্যালয় থেকে পুলিশ দুই বিএনপি নেতাকে আটক করে। গাইবান্ধা সদর থানা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন বলেন, কোন কারণ ছাড়াই পুলিশ বিএনপির নেতাকমীর্দের শান্তিপূর্ণ শোভাযাত্রায় বাঁধা দেয় এবং লাঠিচার্জ করে। তারা টিয়ারসেল ছুড়ে নেতাকমীর্দের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি ও যুবদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা ফোনে বলেন, বিএনপি নেতাকর্মীরা শোভাযাত্রা থেকে পার্ক রোডের কয়েকটি দোকান ভাঙচুর এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরিস্থিস্তি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড টিয়ারসেল ছোড়া হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























