সাতক্ষীরার আশাশুনিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের কদন্ডা কেরানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পী (৩২) ও তার ছেলে পবিত্র সরকার তূর্য (৪)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাপ্পীর স্ত্রী শ্যামলী সরকার। স্থানীয়রা জানান, দুপুরে বাপ্পী তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে আশাশুনি সদর থেকে বাড়ি ফিরছিলেন। কদন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাপ্পী ও তার ছেলে নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী শ্যামলী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী বলেন, এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- ৯৮
Tag :
সর্বাধিক পঠিত



























