রাজশাহী মহানগরীতে এক ব্যক্তির নগদ অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ১৯ হাজার ৬শত টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর সেই টাকা মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। নগরীর বেলপুকুর থানা পুলিশ অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করে।জানা যায়, গত ২ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরতপুরে মৃত নজরুল ইসলামের ছেলে মো: রিপন আলীকে (৩৯) তাঁর বন্ধু নগদ অ্যাকাউন্টে ১৯ হাজার ৬শত টাকা পাঠায়। পরের দিন রিপন দেখতে পান তাঁর নগদ অ্যাকাউন্টে বন্ধুর পাঠানো টাকা নাই। পরবর্তীতে সে মোবাইল ফোনে নগদ অ্যাপের মাধ্যমে জানতে পারেন, একটি মোবাইল নম্বর হতে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতারণা করে তাঁর সেই টাকা উত্তোলন করে নিয়েছে। এ বিষয়ে তিনি বেলপুকুর থানা পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উক্ত জিডি’র পরিপ্রেক্ষিতে আরএমপি’র বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম সেই টাকা উদ্ধারে অভিযান শুরু করেন। তাঁরা আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে প্রতারকের নাম ঠিকানা সনাক্ত করেন। এরপর বেলপুকুর থানা পুলিশ সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়।পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: মিজানুর রহমান গতকাল ১১ সেপ্টেম্বর দুপুরে রিপনের কাছে উদ্ধারকৃত টাকা হস্তান্তর করেন।রিপন তার টাকা ফেরত পেয়ে অত্যন্ত আনন্দিত। সে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশসহ টাকা উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























