বিইউপির শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে অতি সম্প্রতি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দ্বিতল ‘স্বাধীনতা অডিটোরিয়াম’ নির্মাণ করা হয়। গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি অডিটোরিয়ামের উদ্বোধন করেন। পরে
অডিটোরিয়াম উদ্বোধন শেষে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি রচিত ‘ডায়নামিকস ওব বাংলাদেশ-ইন্ডিয়া ল্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পরে গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সেনাপ্রধান তার বক্তব্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাহিদা পূরণের লক্ষ্যে বিইউপি শিক্ষার্থীদের ‘আউটকাম বেসড এডুকেশন’ এবং ‘নিড বেসড এডুকেশন’ প্রদানের জন্য প্রশংসা করেন।
তিনি ব্যক্তি, সমাজ ও জাতি গঠনে শৃঙ্খলা, নৈতিকতা এবং দেশপ্রেমের উপর গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি বিইউপিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য বিইউপির প্রাক্তন এবং বর্তমান সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিইউপির উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
অনুষ্ঠানে বিইউপির ভাইস চ্যান্সেলর, প্রাক্তন ভাইস চ্যান্সেলরগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























