রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। দাউ দাউ করে জ্বলছে আগুন। মার্কেটটিতে কাঁচা বাজার ছাড়াও পোশাক, স্বর্ণ, জুতাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের হাজারেরও বেশি দোকান রয়েছে। নিজেদের সম্পদ রক্ষায় তাই ভোরেই মার্কেটে ছুটে যান ব্যবসায়ীরা। তারা আগুনের মুখ থেকে সম্পদ রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ী ব্যাংক কিংবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন বলে গণমাধ্যমকে জানান শাহজালাল নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, ‘আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান থেকে কোনো কিছুই বের করতে পারিনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি তো আমার হয়েছে। এই ব্যথা কখনো বলে বোঝাতে পারবো না। ’ শোকস্তব্ধ আরেক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘কিছু পণ্য বের করতে পেরেছি। তবে বেশিরভাগই আগুনে পুড়ে গেছে। আগুন লাগার খবর কিছুটা দেরিতে পাওয়ায় আসতে আসতেও দেরি হয়েছে। এর আগেই বেশিরভাগ পুড়ে গেছে। ’ এদিকে একের পর এক এসি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ। সংশ্লিষ্টরা বলছেন, মার্কেটে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকায় এবং এসির বিস্ফোরণে আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে পানি সংকটের কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া দাহ্য পদার্থ থাকায় আশপাশে এলাকায় আগুন নেভানোর সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তারপরও যথাসাধ্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ ও র্যা ব সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। সবার সম্মিলিত চেষ্টা থাকলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তিন ঘণ্টার আগুনে এরইমধ্যে পুড়ে গেছে মার্কেটের এক পাশের জুয়েলারি ও পোষাকের দোকান। আরেক পাশের সবজি ও মাছ-মাংসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে। প্রথমে ৭টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে ১৭টি করা হয়েছে। তিনি জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসিনি। আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে যে জায়গায় আগুন লেগেছে সেখানে কাঁচা বাজার ছাড়াও পোশাক-আশাক, স্বর্ণ, জুতাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের হাজারেরও বেশি দোকান রয়েছে। সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে আজ পুরো মার্কেট বন্ধ ছিল। আর ভোরবেলা আগুন লাগার কারণে লোকজন না থাকায় আগুন অনেকটাই দাউ দাউ করে বেড়ে যায়। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
‘সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে’
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৩৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- ৯১
Tag :
সর্বাধিক পঠিত
























